চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, নির্বাচনের আগ মুহূর্তে একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন বানচালের উদ্দেশে এ ষড়যন্ত্র করে যাচ্ছে গোষ্ঠীটি।
শুক্রবার (১৮ জুলাই) রাতে আরব আমিরাতে সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য-দেশ বিরোধী ষড়যন্ত্র ও আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আরব আমিরাতে ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রতিবাদ সভায় এসব কথা বলেন।
দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য জানিয়ে সরওয়ার আলমগীর বলেন, প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অভ্যন্তরে দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও সহায়তা করে। তাই বিএনপি সরকার গঠন করলে রেমিট্যান্স যোদ্ধার সব সুযোগ সুবিধা দেওয়া হবে। বিমানবন্দরে আর হয়রানি হবে না।
ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সংযুক্ত আরব আমিরাত আবুধাবি শাখার সভাপতি মো.নেসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সদস্য এস এম দিলদারুল আলম, দুবাই বিএনপির আহবায়ক রফিকুল আলম, সাখাওয়াত হোসেন বকুল, জামাল উদ্দিন, মাহবুবুল আলম, মো. সুমন, হাজী লোকমান ও মো.সাইফুদ্দিন।
এমআই/টিসি/জেএইচ