চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এ বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার প্রেক্ষিতে একাধিক দাবিতে আন্দোলন করছেন।
শিক্ষার্থীরা বলেন, বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ন্যায়বিচার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বেশকিছু দাবি নিয়ে বোর্ডের সামনে কিছু শিক্ষার্থী আন্দোলন শুরু করে।
বিই/পিডি/টিসি