চট্টগ্রাম: আনোয়ারায় পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে মো. রুবেল (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ছাদুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আড়াই বছর আগে বিয়ে করেন রুবেল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমআর/পিডি/টিসি