ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, জুলাই ২২, ২০২৫
আনোয়ারায় যুবকের আত্মহত্যা প্রতীকী ছবি

চট্টগ্রাম: আনোয়ারায় পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে মো. রুবেল (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
 
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ছাদুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল একই এলাকার মো. ইলিয়াসের ছেলে।

জানা যায়, আড়াই বছর আগে বিয়ে করেন রুবেল।

মঙ্গলবার সকালে পারিবারিক মনোমালিন্যের জেরে অভিমানে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।