ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জুলাই ২৫, ২০২৫
‘ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না’ ...

চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভেদাভেদ ভুলে এক মঞ্চে উঠলেন  সাতকানিয়ায় দলটির তিন ভাগে বিভক্ত নেতারা।  

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাত উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের বাড়িতে উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সকলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি।

অতীতের তুলনায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন সাতকানিয়ায় ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন থেকে সাতকানিয়া-লোহাগাড়ায় কোনো একক ব্যক্তির স্লোগান হবে না। শুধু বিএনপি, ধানের শীষ ও তারেক রহমানের স্লোগান হবে।

 দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, এখন থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সভা-সমাবেশ করব। আশাকরি আমাদের মতো বৃহত্তর সমাবেশ সাতকানিয়ায় কোনো দল করতে পারবে না। শীঘ্রই সাতকানিয়ায় একটি সমাবেশ হবে, এ সমাবেশে প্রমাণ করে দিব, সাতকানিয়া ও লোহাগাড়া হচ্ছে বিএনপির ঘাঁটি।  

এ মিলনমেলায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, হাজী রফিকুল আলম, সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নওয়াব মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আব্দুল্লাহ, কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল কবির বাদশা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, সাবেক সদস্য লোকমান হাকিম মানিক, এস এম গিয়াস উদ্দিন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক ও বশির উদ্দিন আহমেদ।  

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেলিম উল্লাহ, এহসান মৌলা, অ্যাডভোকেট ওমর চৌধুরী, অ্যাডভোকেট মানিক, সরওয়ার কামাল চেয়ারম্যান, শাহাবুদ্দিন রাশেদ, মো. হাসান, মো. শফি, মো. ইলিয়াস, জুনাইদুল হক মাকসুদ, মো. আরিফ, নাঈমুল আলম খোকন, মহিবুল হক আতিক ও মো. মহিউদ্দিন সাগর।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।