ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জুলাই ২৫, ২০২৫
পটিয়ায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: পটিয়ায় ইউপি সদস্য ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কামাল উদ্দিন উপজেলার দক্ষিণ শ্রীমাঠ এলাকার আবু মেম্বার বাড়ির মৃত নুর আহমদের ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান  বলেন,  বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে কামালকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।