ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির তিন থানার ওসি পদে রদবদল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জুলাই ৩০, ২০২৫
সিএমপির তিন থানার ওসি পদে রদবদল 

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার, বন্দর ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।  

বুধবার (৩০ জুলাই) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক মো. ইমরান হোসেন।

আদেশে বলা হয়, চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে চান্দগাঁও থানায়।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে দেওয়া হয়েছে চকবাজার থানার দায়িত্ব। আর চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করা হয়েছে বন্দর থানায়।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।