ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, জুলাই ৩১, ২০২৫
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাউজানার থানার যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার মামলায় স্বামী মো. এসকান্দরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল জাহিদুল হক এই রায় দেন।

 

মো. এসকান্দর, একই থানার শাহানগর এলাকার শরীফ বাড়ীর মো. নুরুজ্জামানের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, হাটহাজারী উপজেলার  ছিপাতলী এলাকার মিনু আক্তারের সঙ্গে রাউজান উপজেলার শাহানগর এলাকার মো. এসকান্দরের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের জন্য মিনুকে নির্যাতন করে এসকান্দর। ২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের জন্য কথা–কাটাকাটির এক পর্যায়ে মিনুকে শ্বাস রোধে হত্যা করে। এই হত্যার ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামি এসকান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।  

 ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ বলেন, যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার মামলার অভিযোগ ১৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. এসকান্দরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মো.এসকান্দর জামিন গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।