ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, আগস্ট ৩, ২০২৫
আনোয়ারায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: আনোয়ারা পুকুরে ডুবে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামের কিশোরের মৃত্যু হয়েছে।  

রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার  করে।

নিহত ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা।

জানা গেছে, নিহত ইয়াছিন মরিয়ম হোটেল নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী।

সকাল ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে তারা এসে আধা ঘণ্টার চেষ্টায়  ইয়াছিনের লাশটি উদ্ধার করে।  

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান, পুকুর ঘাটে জামা-কাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দলের সদস্যরা। পরে সেখান থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।