চট্টগ্রাম: শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, নিপীড়ন বন্ধ করতে হবে। সর্বোপরি, জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যমুক্ত সমাজ ও দেশ গড়ে তুলতে হবে।
রোববার (৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শ্রমিকজনতার জুলাই মিছিলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ষোলো বছরের আওয়ামী জুলুম-নির্যাতনে অসংখ্য মানুষ শহীদ হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহম্মদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, জামায়াতে ইসলামীর কোতোয়ালী থানার সেক্রেটারি মোশতাক আহমদ ও শ্রমিক কল্যাণ মহানগরীর সাংগঠিক সম্পাদক হামিদুল ইসলাম।
বিই/পিডি/টিসি