ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্র-ইয়াবাসহ কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, আগস্ট ৪, ২০২৫
অস্ত্র-ইয়াবাসহ কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: অস্ত্র মামলায় ৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম প্রকাশ মনিরুল মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তার কাছ থেকে বন্দুক, কার্তুজ, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ রেল লাইনের পশ্চিমে বালুর টাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সময় তার হেফাজত থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ১টি রামদা, ১টি ছেনি, ৪টি ছুরি ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, গ্রেপ্তার কামরুল ইসলামের বিরুদ্ধে ২টি হত্যা, ৫টি অস্ত্র ও ২টি মাদকসহ মোট ১১টি মামলা পাওয়া যায়। আরও একটি হত্যা মামলা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এর মধ্যে কামরুল একটি অস্ত্র মামলায় ৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বাকি মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।