চট্টগ্রাম: নগরের মুরাদপুর মোড়ে স্ল্যাবে পা পিছলে নালায় পড়ে যান এক তরুণী। পরে তাকে উদ্ধার করেন পথচারী ও স্থানীয় দোকানিরা
সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এনিয়ে একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ওই তরুণী নালার উপর দেওয়া স্ল্যাবে পা রাখেন।
এ ব্যাপারে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে, কন্ট্রোল রুমে কোনো তথ্য আসেনি বলে জানান দায়িত্বরত কর্মকর্তা।
গত ৯ জুলাই নগরের হালিশহরে স্থানীয় আনন্দপুর এলাকায় মরিয়ম নামে ৩ বছরের এক শিশু নিখোঁজ হয়। পরে তাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হন সালেহ আহমদ। ঘটনার প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও এখনও হদিস মিলেনি তার।
এমআর/টিসি/টিসি