ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মুরাদপুরে নালায় পড়লেন তরুণী, টেনে তুললেন পথচারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, আগস্ট ৪, ২০২৫
মুরাদপুরে নালায় পড়লেন তরুণী, টেনে তুললেন পথচারীরা

চট্টগ্রাম: নগরের মুরাদপুর মোড়ে স্ল্যাবে পা পিছলে নালায় পড়ে যান এক তরুণী। পরে তাকে উদ্ধার করেন পথচারী ও স্থানীয় দোকানিরা

সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এনিয়ে একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ওই তরুণী নালার উপর দেওয়া স্ল্যাবে পা রাখেন।

এসময় পা পিছলে নালায় পড়ে যান তিনি। পরে মিনিট দুয়েক পরে পথচারী-স্থানীয় দোকানিদের সহায়তায় তিনি উদ্ধার হন।  

এ ব্যাপারে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে, কন্ট্রোল রুমে কোনো তথ্য আসেনি বলে জানান দায়িত্বরত কর্মকর্তা।

গত ৯ জুলাই নগরের হালিশহরে স্থানীয় আনন্দপুর এলাকায় মরিয়ম নামে ৩ বছরের এক শিশু নিখোঁজ হয়। পরে তাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।

২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হন সালেহ আহমদ। ঘটনার প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও এখনও হদিস মিলেনি তার।

এমআর/টিসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।