চট্টগ্রাম: রাউজান থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় নগরের লালখান বাজার মাদরাসার মহাপরিচালক ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ ৮ জন আসামিকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল বিচারক আবু হান্নান এই রায় দেন।
অন্য সাত আসামি হলেন, মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।
মামলার নথি থেকে জানা যায়, রাউজান থানার রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে ২০১০ সালের ১৩ ডিসেম্বর জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে র্যাব।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আবদুস সাত্তার সরোয়ার বাংলানিউজকে বলেন, সাক্ষ্যপ্রমাণে আসামি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগ প্রমাণিত হয়নি। সাক্ষীরা অপরাধ প্রমাণ করতে পারেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ আসামিকে ট্রাইব্যুনাল খালাস দিয়েছেন।
এমআই/পিডি/টিসি