ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির বিরুদ্ধে চক্রান্ত নিয়ে অপপ্রচার চলছে: সরওয়ার আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, আগস্ট ৫, ২০২৫
বিএনপির বিরুদ্ধে চক্রান্ত নিয়ে অপপ্রচার চলছে: সরওয়ার আলমগীর কথা বলছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট পতনের এক বছর পূর্তি হলেও দেশী-বিদেশী ষড়যন্ত্র, বিএনপির বিরুদ্ধে চক্রান্ত এবং দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চলছে। সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিতে ফটিকছড়ির সর্বস্তরের জনগণের এই বিজয় র‍্যালি।

অভ্যুত্থানের আগেও পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি সিদ্ধান্ত ও ভাষণ আমাদের শক্তি জুগিয়েছে। তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি গণমানুষের আস্থা, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে ফটিকছড়ি উপজেলায়
মোটর সাইকেল র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।  

র‍্যালিটি ফটিকছড়ি উপজেলার উত্তরের  বাগান বাজার ইউনিয়ন থেকে শুরু হয়ে দক্ষিণের  আব্দুল্লাপুর ইউনিয়নে গিয়ে শেষ হয় ৷ র‍্যালিতে কয়েক শতাধিক মোটরযানে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন৷ 

নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীর্ষের পক্ষে হোক জানিয়ে বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা দেখি একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন—যেখানে থাকবে না দুঃশাসন, থাকবে না অন্যায়, থাকবে শুধু ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্র। জুলাই অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে, গণতন্ত্র কখনো কারও দয়ায় আসে না, এটি অর্জন করতে হয় আন্দোলন, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে। গত ১৬ বছর আমরা সেই সংগ্রামে ছিলাম। আজও আছি এবং থাকবো এবং বিজয় আমাদের হবেই। যথা সময়ে একটি নির্বাচনে অনুষ্ঠিত হবে। সেই 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, ফরিদুল আলম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, একেএম মহিউদ্দিন আজম তালুকদার, নাছির উদ্দীন বিপ্লব, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী ও মনছুর আলম চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।