ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি গণ মানুষের দল: এস এম মামুন মিয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, আগস্ট ৫, ২০২৫
বিএনপি গণ মানুষের দল: এস এম মামুন মিয়া চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির বিজয় মিছিল

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সদস্য এস এম মামুন মিয়া বলেছেন, দেশপ্রেমিক কখনো দেশ ছেড়ে পালাতে পারেন না। ২০২৪ সালের এই দিনে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন।

 

তিনি বলেন, শেখ হাসিনা বিএনপির নেতা-কর্মীদের গত ১৭ বছর ধরে গুম, খুন, জুলুম নির্যাতন করে বিএনপিকে রুখতে চেয়েছিলেন। নদীর স্রোতকে যেমন বাধা দেওয়া যায় না, তেমনি বাংলাদেশেও বিএনপির নেতাকর্মীদের বাধা দেওয়া যায় না।

কারণ বাংলাদেশের গণমানুষের দল হচ্ছে বিএনপি তাকে নিশ্চিহ্ন করতে গিয়ে শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ নিজেই নিশ্চিহ্ন হয়ে গেছে।

মামুন মিয়া আরও বলেন, ছাত্র জনতার গণ- অভ্যুত্থানে জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রক্তের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে গণতন্ত্র সুসংহত করার দাবি জানান।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকা থেকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়ার নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মইজ্জ্যারটেক গোল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়।

সমাবেশে জেলা বিএনপির সদস্য হাজী মো. ওসমানের সঞ্চালনায় বক্তব্য দেন- কর্ণফুলী থানা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খাঁন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সালেহ জহুর, এস এম ফারুক হোসাইন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সোলাইমান দোভাষী,আব্দুল কাদের সুজন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তৈয়ব কন্টাক্টর, ইদ্রিস হায়দার, এটিএম হানিফ,কাজী মঈন উদ্দীন টিপু,শেখ আহমদ মেম্বার, আবু তাহের,মো. সালাউদ্দিন,সেলিম খাঁন, মনির উদ্দিন মুন্সী প্রমুখ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।