ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে গুলি ও কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, আগস্ট ১২, ২০২৫
লোহাগাড়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে গুলি ও কুপিয়ে জখম

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল আহমেদ ও তার দুই ছেলেকে গুলি ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে কুমিরাঘোনা চাকফিরানী কালিনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিক আহমদ (৫০), তার ছেলে মিজবাহ উদ্দিন মিশাল (২০) ও মো. ফয়সাল আহমেদ (২৫)।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় তৌহিদ বাহিনীর নেতৃত্বে গুলি চালানো হয়।

তাঁর সঙ্গে আরও ১০-১২ জন সন্ত্রাসী অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।

মো. ফয়সাল বলেন, রাতে দোকান বন্ধ করে ফেরার পথে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রফিক ও তার ছেলে মিশাল গুলিবিদ্ধ হন। মোটরসাইকেল থেকে পড়ে গেলে ইউপি সদস্য রফিক আহমদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং লক্ষ্য করে গুলিও ছোঁড়া হয়। পরে আহতদের বাড়িতে নেওয়ার পরও গুলি চালানো হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, ধারালো অস্ত্রের কোপ ও গুলিতে বাবা ও দুই ছেলে সহ তিনজন আহত হয়েছেন। এর মধ্যে বাবা রফিক হাসপাতালে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। রফিকের শরীরে গুলির আঘাত রয়েছে। ছেলেরা ভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।