ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জুবায়ের হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, আগস্ট ২১, ২০২৫
জুবায়ের হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে জুবায়ের হত্যা মামলার পলাতক আসামি আবির রহমান রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  

গ্রেপ্তার আবির রহমান রুবেল প্রকাশ মো. রুবেল (২৮), একই থানার চান্দগাঁও এলাকার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির নুনু মিয়ার ছেলে।

 

র‌্যাব-৭ জানিয়েছেন, হত্যার স্বীকার জুবায়ের উদ্দিন বাবু (২৬), নগরের বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা ও সিটি গেইট এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানীতে কর্মরত ছিলেন। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়।

জুবায়ের উদ্দিন বাবু, স্পোর্টস জোনের টার্ফে খেলা দেখার জন্য মাঠ এলাকায় অবস্থান করেন। স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন শেষে খেলার শুরুর পূর্ব মূহূর্তে আবির রহমান রুবেল এবং তার অন্যান্য সহযোগীরা স্পোর্টস জোনের মালিক পক্ষের সহিত পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে স্পোর্টস জোনে প্রবেশ করে অতর্কিতভাবে চান্দগাঁও স্পোর্টস জোনের টার্ফে অবস্থান করা মালিক পক্ষ, আয়োজক কমিটির লোকজন সহ সাধারণ দর্শকদের উপর হামলা করে। এসময় জুবায়ের উদ্দিন বাবুসহ বেশ কয়েকজন সাধারণ দর্শক গুরুতর রক্তাক্ত জখম হয়। পরর্বতীতে মাঠে থাকা অন্যান্য দর্শকরা ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যা কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি বাদী হয়ে নগরের  চান্দগাঁও থানায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জুবায়ের হত্যা মামলার পলাতক আসামি আবির রহমান রুবেল নগরের কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযানে চালিয়ে আবির রহমানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দঁগাও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।