চট্টগ্রাম: জঙ্গিবাদ, মাদক ও সাইবার ক্রাইমসহ দ্রুত ছড়িয়ে পড়া অপরাধ প্রতিরোধে নাগরিকদের কাছ থেকে তথ্য আদায়ে ‘হ্যালো সিএমপি’ নামে মোবাইল অ্যাপস চালু করেছিল নগর পুলিশ। ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি দামপাড়া পুলিশ লাইন মাঠে বার্ষিক পুলিশ সমাবেশে অ্যাপসটি উদ্বোধন করেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।
সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, হুমকি প্রদান সহ অপরাধ বেড়ে যাওয়ায় ‘হ্যালো সিএমপি’ অ্যাপস আবারও এসেছে আলোচনায়।
রোববার (২৪ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে অ্যাপসটি ডাউনলোড করে নগরবাসীর কাছে অপরাধের তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক মো. ইমরান হোসেন।
সিএমপি’র ওই বার্তায় বলা হয়, অতি সম্প্রতি কতিপয় দুষ্কৃতকারী ও অসাধু চক্র বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের মিথ্যা পরিচয় ব্যবহার করে অনৈতিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিপর্যায়ে প্রকাশ্যে বা গোপনে চাঁদা দাবি, হুমকি, ভয়-ভীতি প্রদর্শনসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন ধরনের ধর্তব্য ও অধর্তব্য অপরাধ সংঘটনের অপপ্রয়াস করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী এধরনের চাঁদাবাজি, হুমকি, ভয়ভীতিসহ যে কোনও অপরাধের তথ্য সিএমপি কর্তৃক পরিচালিত ‘হ্যালো সিএমপি’ অ্যাপসে প্রদান করে মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিকদের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে’।
তথ্য প্রদানকারী নাগরিকদের ব্যক্তি পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয় সিএমপির বার্তায়।
সংশ্লিষ্টরা জানান, নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে অ্যাপসটি চালু করা হয়েছে। যে কেউ চাইলেই এটি মোবাইলে ডাউনলোড করতে পারছেন। নাগরিকরা ইচ্ছা করলে নিজের পরিচয় গোপন রেখে অথবা পরিচয় প্রকাশ করে যে কোনও ধরনের তথ্য এই অ্যাপসের মাধ্যমে সিএমপিকে জানাতে পারবে। অ্যাপসে তথ্যকণিকা নামে একটি বিভাগ রাখা হয়েছে। সেখানে অন্যান্য যে কোনও ধরনের অপরাধের তথ্য দিতে পারবেন সাধারণ নাগরিকরা।
পাঁচ পাতার অ্যাপসটির প্রথম পাতায় জনগণকে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দ্বিতীয় পাতায় পাঁচ ক্যাটাগরির অপরাধের সঙ্গে তথ্যকণিকা বিভাগও উল্লেখ আছে। এর যে কোনও একটি বিভাগে ক্লিক করলেই অথবা তৃতীয় পাতায় ‘অপরাধের তথ্য, বিভাগ, জেলা, থানা, তথ্যদাতার পরিচয়’ চাওয়া হয়েছে। তথ্যদাতা তার পরিচয় না দিয়েও অন্য ছকগুলো পূরণ করতে পারবেন। চতুর্থ পাতায় অপরাধের কোনও ছবি, ভিডিও বা অডিও থাকলে নির্দিষ্ট ছকে সেটা সংযুক্ত করার কথা বলা হয়েছে। শেষ পাতায় অপরাধীর ছবি থাকলে সেটা দেওয়ার জন্য নির্দিষ্ট একটি ছক দেওয়া হয়েছে।
‘হ্যালো সিএমপি’ অ্যাপসটির ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details...অথবা প্লে স্টোরে ‘হ্যালো সিএমপি’ লিখে সার্চ করলে অ্যাপসটি পাওয়া যাবে।
এমআই/পিডি/টিসি