ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসীর ঘরে ডাকাতের হানা, স্বর্ণ ও নগদ টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, আগস্ট ২৬, ২০২৫
প্রবাসীর ঘরে ডাকাতের হানা, স্বর্ণ ও নগদ টাকা লুট ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: মীরসরাইয়ের জোরারগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।  

প্রবাসী হেলালের ভাই আরমান হোসেন ফাহিম জানান, ডাকাতদল ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের পুরুষদের হাত-পা বেঁধে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করতে শুরু করে।

এরপর ১০–১৫ জনের ওই ডাকাতদের মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট ছিল। তাদের হাতে রিভলভার, চাপাতি ও বিভিন্ন দেশি অস্ত্র হাতে রেখেছিল। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।