চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে দীর্ঘদিন ধরে প্রধান সড়কটির বেহাল দশা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে কাঞ্চননগর রুস্তমীয়া মনিরুল ইসলাম দাখিল মাদরাসার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
তারা জানান, মাদরাসা থেকে তেমুহনি বাজার পর্যন্ত প্রধান সড়কটি বর্তমানে সম্পূর্ণ চলাচল অযোগ্য হয়ে পড়েছে। অথচ এই রাস্তাটিই এলাকার স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদ ও ব্যবসায় প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র ভরসা।
শিক্ষার্থীদের দাবি, প্রতি বর্ষায় পানি জমে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন না হয়ে দীর্ঘদিন পানি জমে থাকায় কয়েক মাসের মধ্যেই রাস্তা আবারও ভেঙে যায়। ফলে প্রতিবার সংস্কারের অর্থও নষ্ট হচ্ছে। তাই শুধু সংস্কার নয়, স্থায়ী সমাধানের জন্য রাস্তার পাশে ড্রেন নির্মাণ করা এখন সময়ের দাবি।
এদিকে কেরামতিয়া মহিলা মাদরাসা ও মসজিদের পাশের রাস্তা এবং রাবার বাগানের প্রজেক্ট সংলগ্ন রাস্তার অবস্থাও একই রকম নাজুক। প্রতিদিন যাতায়াতের সময় সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে তারা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র হস্তক্ষেপ কামনা করেন।
কাঞ্চননগরের শিক্ষার্থীদের দাবিকে যুক্তিসঙ্গত উল্লেখ করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন, রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। কাঞ্চননগরের বিভিন্ন স্থানে রাস্তার অবস্থা বর্তমানে খুবই খারাপ। বিশেষ করে সাম্প্রতিক ভারি বর্ষণে এ সমস্যাটি আরও তীব্র আকার ধারণ করেছে। তাই দ্রুত রাস্তা সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীকে এলজিডি থেকে বরাদ্দের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য জানানো হবে।
এদিকে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ জানান, ইতোমধ্যেই জরুরি (ইমার্জেন্সি) মেরামত কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে টানা বৃষ্টির কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
পিডি/টিসি