চট্টগ্রাম: রাউজানে বিদেশি পিস্তল-গুলিসহ মো. রাজু ওরফে মিন্টু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ সহ থানায় ৪টি মামলা রয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে রাউজান থানায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়া উজির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. রাজু ওরফে মিন্টু (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
মিন্টু একই বাড়ির আলী আকবর শাহরাজের ছেলে। তার ভাড়া বাসা হতে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং একটি অস্ত্রের কাঠের বাট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানার অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
বিই/পিডি/টিসি