চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন বানচাল করতে কারো ইন্ধন থাকতে পারে বলে দাবি করেছে ছাত্র শিবির।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল আহত শিক্ষার্থীদের দেখার পর সংবাদ সম্মেলনে এ দাবি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী
তিনি বলেন, চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, রাতে যে ঘটনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে তা তখনই সমাধান করতে পারতো। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় আমাদের শত শত শিক্ষার্থী আহত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ।
তিনি বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করেছি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাখার জন্য। যারা বেরিয়ে যাচ্ছিল তাদের বার বার ফিরিয়ে আনার চেষ্টার করেছি। এ জন্য আমাদের বিভিন্ন ট্যাগ গালি শুনতে হয়েছে। যে পক্ষটা শিক্ষার্থী উস্কানি দিয়েছে, তারা আমাদের শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করে।
এ সময় ছাত্রশিবিরের পক্ষ থেকে কয়েকটি দাবিও তুলে ধরা হয়। ৷ এর মধ্যে ক্যাম্পাসে সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা নিশ্চিত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখা, ক্যাম্পাসের আশেপাশে চিরুনি অভিযান চালিয়ে শিক্ষার্থী মারতে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার, শিক্ষার্থীদের জন্য অনিরাপদ চবি রেলগেট এলাকায় পুলিশ বক্স স্থাপন, শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা। যাদের উন্নতি চিকিৎসা প্রয়োজন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।
এসময় ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর/পিডি/টিসি