চট্টগ্রাম: সীতাকুণ্ডের লামারবাজার ফকিরহাট এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও মাদক ব্যবসায়ী মো. পারভেজ (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গত ৫ আগস্ট পারভেজ ও তার সহযোগীরা কাজিরহাট থেকে একটি এনজিও’র চেয়ারম্যান জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ করে মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা আদায় করে।
ভূজপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, পারভেজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রয়েছে।
পিডি/টিসি