ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, সেপ্টেম্বর ৪, ২০২৫
চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যুর খবর জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।  

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছেন বলে জানায় সিভিল সার্জন অফিস।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া শামীমা আক্তার শিউলি নামে ওই নারী গত ১ সেপ্টেম্বর পার্কভিউ হাসপাতালে ভর্তি হন এবং ৩ সেপ্টেম্বর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  এবছর ডেঙ্গুতে ৪ নারীসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

নতুন শনাক্ত হওয়া ২২ জনের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

এদিন সিভিল সার্জন কার্যালয় নতুন করে ৩০ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানানো হয়।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।