চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি শুক্ল দাশ অবসরে গেলেন। কিন্তু তাঁর বিদায় যেনো কোনো সাধারণ বিদায় ছিল না এটি ছিল এক শিক্ষককে ঘিরে ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতার আবেগঘন আয়োজন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে তাকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়।
বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সুলতান মুহাম্মদ রফিকুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মুহাম্মদ আলমগীর।
এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মনছুর আলম চৌধুরী, শিক্ষক সমিতির নেতা মুহাম্মদ আলমগীর, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, জমিদাতা ইউচুপ চৌধুরী, সাবেক কাউন্সিল আব্দুল্লাহ চৌধুরীসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রুপন কান্তি শুক্ল দাশ একজন সত্যিকার শিক্ষকের প্রতিচ্ছবি। তার সততা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা প্রমাণ করেছে একজন শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি সমাজ গড়ার কারিগর। আজকের এই রাজকীয় বিদায় সমাজে শিক্ষকের মর্যাদা ও গুরুত্বকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরল।
বিদায়ী এই শিক্ষককে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে যে আবেগের ঢেউ বয়ে গেছে, তা উপস্থিত সবার হৃদয়ে ছুঁয়ে যায়। তার প্রতি শিক্ষার্থী, সহকর্মী ও সমাজের মানুষের ভালোবাসা যেন প্রমাণ করল একজন সৎ, আদর্শবান ও নিবেদিত শিক্ষকের বিদায় কখনো নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং তা হয়ে ওঠে এক অনন্ত স্মৃতি।
পিডি/টিসি