ঢাকা, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩২, ২৮ অক্টোবর ২০২৫, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৬ দিন পর জ্ঞান ফিরল সায়েমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, সেপ্টেম্বর ৬, ২০২৫
৬ দিন পর জ্ঞান ফিরল সায়েমের ৬ দিন পর জ্ঞান ফিরল সায়েমের

চট্টগ্রাম: ছয়দিন পর জ্ঞান ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েমের।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মেডিকেল বোর্ডের উপস্থিতিতে সায়েমর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

 

পার্কভিউ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, সায়েমের শারীরিক অবস্থা পর্যালোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে সায়েমের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। সে তার মা-বাবার সঙ্গে কথা বলেছে।

বর্তমানে তার অবস্থা উন্নতির দিয়ে রয়েছে। আজকে তার সিটিস্ক্যান করা হয়েছে। সেটিও আগের চেয়ে ভালো আছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আরও ২৪ ঘণ্টা অবজারভেশন করা হবে এবং আগামীকাল বিকেলে আবার সিদ্ধান্ত নেবে যে আর কিছু করার আছে কি না।

গত ৩০ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর জেরে ৩১ আগস্ট দিনভর দফায় দফায় সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী আহত। তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।  

এমআর/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।