চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত নুরুল কবির (৩৯) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নুরুল কবির, একই উপজেলার এওচিয়া ইউনিয়নের দেউদিঘী ছড়ারকুল এলাকার মৃত আমির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রতিবেশীরা শনিবার দুপুরে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় নুরুল কবির ও তার পরিবারের সদস্যরা।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর মোহাম্মদ সুদীপ্ত রেজা বলেন, সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে নুরুল কবিরের পরিবারের সঙ্গে প্রতিবেশী পরিবারটির ঝগড়া হয়। এসময় প্রতিবেশীরা তাকে কুপিয়ে জখম করে। রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কিবর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নুরুল কবিরের চাচাতো ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
এমআই/পিডি/টিসি