ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, সেপ্টেম্বর ১২, ২০২৫
যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী এজাজুল বারী

চট্টগ্রাম: যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক, মানসিক অত্যাচার নির্যাতন ও জখমের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় স্বামী এজাজুল বারী চৌধুরী নামে  গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে নগরের হালিশহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হালিশহর থানায় ভুক্তভোগী ফরিদা ইয়াছমিন মামলা দায়ের করে।

মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বারীর সঙ্গে বিয়ে হয়।

আমার পরিবারে ওমর বিন এজাজ নামে তিন বছর বয়সী একটি ছেলে শিশু সন্তান আছে। বিয়ের কয়েক বছর পর উচ্ছৃঙ্খল জীবনযাপনসহ প্রাইভেট কার কেনার জন্য যৌতুকের টাকার জন্য চাপ দওয়া শুরু করেন। বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যার্তন করতো। যৌতুকের টাকা দিতে না পারায় ২৪ ফেব্রুয়ারি রাত ১১টায় আমার বাবার বাড়ি পাঠিয়ে দেন তিনি। এরপর থেকে আমার স্বামী আমাদের কোনো খোঁজখবর নেননি। আমরা পারিবারিক ও সামাজিকভাবে এ সমস্যার সমাধানে ব্যর্থ হই। এ বছর পহেলা জানুয়ারি আসার স্বামী আমার বাবার বাড়ি সীতাকুণ্ডে এসে যৌতুকের জন্য ১০ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করে এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন ধরণের হুমকি-ধমকিসহ অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। তখন আমি স্বামীর কবল থেকে বাঁচার জন্য চিৎকার করলে তিনি কৌশলে পালিয়ে যান। পরে আমার ছেলের শারীরিক অসুস্থার খবর পেয়ে আমাকে ও ছেলেকে নিয়ে মঞ্জুর ভিলার ভাড়া বাসায় যেতে বলেন। তার কথা মত বুধবার ১০ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার সময় আমি ছেলেকে নিয়ে সেখানে যাই। পরে সে যৌতুকের টাকার জন্য আবার চাপ দেওয়া শুরু করলে দিতে পারবো না বলে জানালে আমাকে এলাপাতাড়ি কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন অংশে জখম করেন। আমি তার কবল থেকে কৌশলে রক্ষা পেয়ে চিবিৎসা নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে যাই।  

মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই)  মো. সবুজ বলেন, ফরিদা ইয়াসমিন নামে এক ভুক্তভোগী তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে মামলা দায়ের করেন। একই দিন রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

 হালিশহর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, আটক এজাজুল বারী চৌধুরীকে আজ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছিলেন।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।