চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নে মারসা বাসের চাপায় জাগির হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বনপুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন।
সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী বনপুকুর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় একজন বাসিন্দা নিহতের পর সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের পক্ষ থেকে যান-চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারী সোনাই বটতল এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন।
এমআই/টিসি