ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, সেপ্টেম্বর ১৭, ২০২৫
ফটিকছড়িতে শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া আশ্রয়ণ প্রকল্পে এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে।  

এ ঘটনায় জানে আলম (৫৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ধর্ষণের চেষ্টার এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জানে আলম উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের মৃত বদু মিয়ার ছেলে।

 

জানা গেছে, উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আশ্রয়ণ প্রকল্প এলাকায় থাকতো শিশুটি। তাদের পাশের একটি ঘরে থাকতেন জানে আলম। আগে থেকেই শিশুটিকে জানে আলম নানাভাবে বিরক্ত করত। মঙ্গলবার বিকেলে শিশুটির মা-বাবা ঘরে না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে জানে আলম। পরে শিশুটি তার বাবা-মাকে জানালে রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ বলেন, মামলা দায়েরের পর বুধবার (আজ) সকালে জানে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।