নিহত শিশু আরাফাত
চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে পুকুরে ডুবে আল আরাফাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ পাইন্দংয়ের ফাতেমা বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আরাফাত ওই এলাকার মো. মঈন উদ্দীনের ছেলে।
শিশুটির বাবা মঈন উদ্দীন জানান, সকালে আরাফাত বাড়ির উঠোনে খেলছিল।
খেলার একপর্যায়ে সে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
পিডি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।