ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাসচাপায় প্রাণ গেল গৃহবধূর

উপজেলা করেসপনডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, সেপ্টেম্বর ১৯, ২০২৫
বাসচাপায় প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রাম: ফটিকছড়ির বাসচাপায় প্রাণ হারিয়েছেন তুলসী দেবী (৫৫) নামে এক গৃহবধূ।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে দরবার কমিউনিটি সেন্টারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত তুলসী দেবি উপজেলার খিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাথপাড়ার মৃত পরিমল নাথের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দরবারমুখী একটি দ্রুতগামী বাস মহিলাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরপরই বাসটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।

নিহতের ছেলে মিন্টু নাথ বলেন, ঘটনাস্থলের পাশে আমি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। আমার মা বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

অন্য এক প্রত্যক্ষদর্শী কায়েম আব্দুল্লাহ জানান, দরবার থেকে জেয়ারত শেষে বাইক চালিয়ে ফিরছিলাম। হঠাৎ কমিউনিটি সেন্টারের সামনে দ্রুতগামী বাসটি মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।