ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, অক্টোবর ৮, ২০২৫
হাটহাজারীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৪ নিহত ব্যবসায়ী আব্দুল হাকিম

চট্টগ্রাম: হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বাংলানিউজকে বলেন, হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে আটক চারজন জড়িত কিনা তা জানার চেষ্ঠা চলছে।  

তিনি আরও বলেন, এখনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে বুধবার (আজ) হাটহাজারী থানায় মামলা করতে আসবে বলে জানিয়েছেন।  

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে আব্দুল হাকিমকে প্রকাশ্যে গুলি করা হয়। গুলিবিদ্ধ হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গাড়ির সামনের উইন্ডশিল্ডে তিনটি গুলির চিহ্ন রয়েছে। আবদুল হাকিম চালকের বাম পাশে বসা ছিলেন। তার পাশের জানালায়ও একাধিক গুলির চিহ্ন রয়েছে। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আব্দুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামার রয়েছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।