ওমানের দুকুম সিদরা নামে একটি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের সাতজন প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) ওমান সময় বিকেলে এ দুর্ঘনা ঘটে।
নিহতদের সবাই সাগরে মাছ ধরার পেশায় নিয়োজিত ছিলেন। সেখানে বাণিজ্যিকভাবে মাছ ধরার কাজে নিয়োজিত বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ বসবাস করে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সন্দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের সহকর্মী শিপন এবং সজীব চৌধুরী জানিয়েছেন, নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। আজ দুপুরে তারা সাগরে কাজ শেষে আবাসস্থলে ফিরছিলেন। পথে দুকুম সিদরা এলাকায় পৌঁছানোর পর একটি বেপরোয়া গতির গাড়ি তাদের বহনকারী গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।
তাদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সারিকাইত ইউনিয়নের আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লার ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, জামাল উদ্দিনের ছেলে জুয়েল।
এছাড়া বাকি অন্যজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এনডি/