ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যুক্তরাজ্যের বাণিজ্য দূত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৫, অক্টোবর ৮, ২০২৫
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যুক্তরাজ্যের বাণিজ্য দূত  ...

চট্টগ্রাম: বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন (ডনকাস্টার) চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।  

বুধবার (৮ অক্টোবর) তিনি চট্টগ্রাম বন্দরে আসেন।

এ সময় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন।  

চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

 

এ সময় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ব্যারোনেস রোজি চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত ক্ষমতা ও দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা, সরাসরি জাহাজ চলাচল এবং সামুদ্রিক শিক্ষার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার প্রশংসা করেন।  

এই সফর আগামীতে বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ককে বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে ঘিরে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।