চট্টগ্রাম: চট্টগ্রামে দুই টেলিভিশন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে র্যাব-৭ এর সদর দপ্তরে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)-এর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।
লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, অপরাধীরা প্রায়ই আইনের ফাঁকফোকর ব্যবহার করে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণমাধ্যমকে আরও তৎপর হতে হবে।
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অপরাধীচক্র নিরাপদ আশ্রয় তৈরি করেছে, যার কারণে ওই অঞ্চলে অপরাধের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
এ সময় সিটিআরএন-এর পক্ষ থেকে র্যাব-৭ অধিনায়ককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক একে আজাদ, নির্বাহী সদস্য আরিচ আহমদ শাহ এবং সৈয়দ তাম্মিম মাহমুদ।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায় সংঘর্ষের ঘটনার ফলোআপ করতে গিয়ে হামলার শিকার হন এখন টিভির ব্যুরো প্রধান ও সিটিআরএন এর আহ্বায়ক হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক মো. পারভেজ। এ ঘটনায় হোসাইন জিয়াদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।
পিডি/টিসি