ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্বৈরাচারের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, অক্টোবর ৯, ২০২৫
স্বৈরাচারের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে: সরওয়ার আলমগীর 

চট্টগ্রাম: স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েও গেলেও তার দোসরা এখনো প্রশাসনের বিভিন্ন সেক্টেরে ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

 তিনি বলেন, তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।

তাই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশবাসীকে। নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে তাই সবাইকে ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকতে হবে।
 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সমিতির হাত ইউনিয়নের হাজিপাড়ায় বিএনপি'র উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন - তারেক রহমানের ৩১ দফা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে। এ দফাগুলো বাস্তবায়ন হলে এ দেশ উন্নত রাস্ট্রে পৌঁছবে। তবে একটি দল পিআর পদ্ধতির মাধ্যমে আ.লীগকে আবারো প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু বাংলার সাধারণ জনগন এটি হতে দেবে না।  

ইউনিয়ন বিএনপি'র সদস্য আবুল হাসেম মেম্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, খালেদ মাহমুদ বাবুল, শাহারিয়ার চৌধুরী, মিঞা মোশাররফ আনোয়ার চৌধুরী মশু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন।

উপজেলা যুবদলের সদস্য হাসান বাপ্পু ও জুবাইদুল আলম সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক দল নেতা  রহমতুল্লাহ কুতুবী, নাছির কোম্পানি, বিশিষ্ট ব্যাংকার জাহাঙ্গীর আলম, সালেহ্ আহমেদ সওদাগর, শফিউল আলম, মাওলানা লোকমান, মো. জসিম, মোহাম্মদ মিনহাজ, সালা উদ্দিন সাদমান, মো. সাহেদ, মো. মাসুদ, নয়ন, আরিফ প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।