ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালের মালামাল চুরি, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, অক্টোবর ৯, ২০২৫
চমেক হাসপাতালের মালামাল চুরি, গ্রেপ্তার ২

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে কম্পিউটার সহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে পাঁচলাইশের মুন্সিপুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. লিয়াকত আলী(৩৫) ও সাইফুল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, চমেক হাসপাতালের গাইনী ওয়ার্ডের জন্য কেনা কম্পিউটার এক্সেসরিজ সহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে।

পরের দিন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা মালামাল না পেয়ে পাঁচলাইশ থানা অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে হাসপাতালের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত করে অভিযান শুরু করে পুলিশ। ওই দিন দিবাগত রাতে অভিযান চালিয়ে পাঁচলাইশ থানার মুন্সিপুকুর পাড় এলাকা থেকে সাইফুল ও লিয়াকতকে গ্রেপ্তার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে পরিত্যাক্ত অবস্থায় থাকা চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে জানান, চমেক হাসপাতালের মালামাল চুরির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞেসবাদের ভিত্তিতে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।