ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জলদাপাড়াকে ভারতের জাতীয় উদ্যানের স্বীকৃতি

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ১০, ২০১২

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের সুন্দরবন ও গরুমারার পর রাজ্যের তৃতীয় জাতীয় উদ্যানের স্বীকৃতি পেল একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্য।

কেন্দ্রীয় বন দফতর জলদাপাড়াকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছে।

১১৪ বর্গকিলোমিটার আয়তনের এই উদ্যান জাতীয় উদ্যান ঘোষিত হওয়ায় কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়বে।

ফলে পর্যটনের ক্ষেত্রে সুবিধা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ১৯৯৪ সালে গরুমারা অভয়ারণ্যকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময় : ১৬৫৯ ঘণ্টা, মে ১০, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।