কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার গোর্কি সদন অডিটরিয়ামে ‘রবীন্দ্র প্রণাম’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এ আয়োজন করে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সমিতি মিতালি ও ইন্দো-বাংলাদেশ মৈত্রী সমিতি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ান কালচারাল সেন্টারের ডিরেক্টর আলেকজান্ডার ভি মাঝেরিকা, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের শেখ সারিফুদ্দিন (প্রথম সচিব, রাজনীতি), মিতালির সভাপতি টি কে সেনগুপ্ত, ইন্দো-বাংলাদেশ মৈত্রী সমিতির অজয় দে প্রমুখ।
বাংলাদেশ ও ভারতীয় রবীন্দ্র সঙ্গীতশিল্পীরা অংশ নেন। বাংলাদেশ থেকে খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহম্মদ, আমিনা আহমেদ, নার্গিস চৌধুরী, শ্যামা আলী, ফাহিম হোসেইন চৌধুরী, মাহাদীব ঘোষ ও জয়তী ফাহমী এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
অন্যদিকে, কলকাতার রবীন্দ্রসংগীত শিল্পী অভিরূপ গুহঠাকুরতা, রচয়িতা রয় দত্ত, কাজল সেনগুপ্ত, স্বপন শাহ, অনুশীলা বসু, চন্দনা মিত্র, দেবাশিস বোস, ঋষি ব্যানার্জি, মিরা গোপালকৃষ্ণাণ, মিতালী রয়, মিতালি সেনগুপ্ত, হাসি হালদার, সাহেলি সেনগুপ্ত, ডক্টর মিনাক্ষী সিনহা ও অর্ণব বোস গান পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, মে ১১, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর