ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ছাঁটাইয়ের প্রতিবাদে অনশনে পরিবহণ শ্রমিকরা

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, মে ১৭, ২০১২

শিলিগুড়ি: উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার ছাঁটাই হওয়া শ্রমিকদের আন্দোলন আরও তীব্র হল। ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করে কাজ হারানো ঠিকা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে আমরণ অনশন শুরু করলেন ছাঁটাই হওয়া ৬ জন ঠিকা শ্রমিক।



চলতি বছরের জানুয়ারি মাসে কোচবিহার থেকে ফ্যাক্স আসে সংস্থার বালুরঘাট ডিপোয়। জানানো হয়, বালুরঘাট ডিপোর ঠিকাশ্রমিকরা আর কাজে বহাল থাকবেন না। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় বাম, ডান সবকটি শ্রমিক সংগঠন।

২ ফেব্রুয়ারি থেকে টানা ৮৬ দিন ধরে অবস্থান বিক্ষোভ চলে। একাধিকবার কর্তৃপক্ষকে স্মারকলিপিও জমা দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় বুধবার থেকে আমরণ অনশনে বসলেন ছাঁটাই হওয়া ৬ জন ঠিকাশ্রমিক। ডিপোর সামনে অস্থায়ী মঞ্চ বেধেই শুরু হয়েছে আন্দোলন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।