নয়াদিল্লি: ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করতে দ্রুত ভারতীয় সংসদে সংবিধান সংশোধনী বিল আনতে চলেছে মনমোহন সরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা লোকসভার সিপিআই সাংসদ প্রবোধ পাণ্ডাকে এক চিঠিতে এই কথা জানিয়েছেন বলে জানা গেছে।
গত ২ মে লোকসভা অধিবেশনে ছিটমহলের বাসীন্দাদের দুর্দশা নিয়ে সরব হয়েছিলেন প্রবোধ পাণ্ডা।
এদিন তিনি কক্ষে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন, ছিটের বাসীন্দারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। কোনো সামাজিক সুযোগ-সুবিধা তারা পাচ্ছেন না।
এর পরিপ্রক্ষিতে ভারত সরকারের বক্তব্য, যেহেতু দেশের সীমান্ত নতুন করে নির্ধারণ হচ্ছে। তাই এই চুক্তি অনুমোদন নিতে সংবিধান সংশোধন করতে হবে। আর এর জন্য সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থায় সেই ঐক্যমত তৈরির জন্য কিছু সময় প্রয়োজন।
চলতি মাসের শুরুতে ঢাকায় গিয়ে বাংলাদেশকেও এ কথা-ই বোঝানোর চেষ্টা করেছেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১৮, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর