ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরপ্রদেশে বাস-লরির সংঘর্ষে নিহত ১৬

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ১৯, ২০১২

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বহারাইচ জেলায় শুক্রবার গভীর রাতে একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২৪ জন।

বাসটির যাত্রীরা সুলতানপুর থেকে আজমীর শরীফ যাচ্ছিলেন।

দাঁড়িয়ে থাকা লরির পেছন থেকে দ্রুতগামী  একটি বাস এসে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়।

এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটিতে অনেক গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে যাত্রীরা বেরিয়ে আসতে পারেনি। সেই সময় অনেকেই ঘুমিয়ে ছিল।

স্থানীয় গ্রামের মানুষ উদ্ধার কাজে এগিয়ে আসে। অনেক দেহ পুড়ে যাওয়ায় তাদের চেনা যাচ্ছে না। পরে উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। গ্যাস কাটার দিয়ে বাসটিকে কেটে দগ্ধ দেহগুলি বের করা আনা হয়। ঘটনাস্থলে এলাকার জেলাশাসক কিনজল সিং উদ্ধারকাজের তদারক করেন।

বাসের এক যাত্রী মেহেদি রাজ বলেন, বাসটিতে ৫৪ জনের আসন থাকলেও তাতে ৬০-৭০ জন যাত্রী ছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৯, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।