আগরতলা (ত্রিপুরা) : আগুনে ক্ষতিগ্রস্ত রুখিয়ার বিদ্যুৎ টারবাইন ঠিক করতে এক মাসের বেশি সময় লাগবে।
এ টারবাইনটি ঠিক করার জন্য ভেল’এর প্রকৌশলীরা রাজ্যে এসেছেন।
এদিকে রাজ্যে বিদ্যুৎ পরিস্থিতি বেসামাল অবস্থা। তার উপর ২১ মেগাওয়াটের এ টারবাইনটি অচল। বিদ্যুৎ না থাকার কারণে বাড়ছে লোডশেডিং। গরমে কষ্টকর হয়ে উঠছে জনজীবন।
ত্রিপুরার বিদ্যুৎ কেন্দ্র রুখিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার। আগুন লাগার কারণে বন্ধ হয়ে আছে ঐ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।
বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, রুখিয়া বিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটে বুধবার আগুন লেগে যায়। এই ইউনিটির উৎপাদন ক্ষমতা ২১ মেগাওয়াট। রুখিয়ায় ২১ মেগাওয়াট করে ৮টি ইউনিট রয়েছে।
আগুন লাগে ৭ নম্বর ইউনিটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের কর্মীরা পুরো প্রকল্পটি বন্ধ করে দেন। কর্মীদের তৎপরতার কারণে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো সম্ভব হয়। বুধবার গভীর রাত থেকে রাজ্যের অনেক জায়গায় এখন পর্যন্ত বিদ্যুৎ নেই।
বৃহস্পতিবার ‘ভেল’ থেকে প্রকৌশলীরা এসেছেন এই ইউনিটটি ঠিক করার জন্য। শুক্র ও শনিবার তারা টারবাইনটি পরীক্ষা করেন।
ভেল ভারত সরকারের একটি সংস্থা। যারা বিদ্যুৎ কেন্দ্রের জন্য টারবাইন তৈরি করে। পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল বহু দেশে ভেল তাদের তৈরি টারবাইন সরবরাহ করে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ১৯, ২০১২
সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর