ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে চালু হচ্ছে স্কিন ব্যাংক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১২

কলকাতা : আগুনে পুড়ে যাওয়া, দুর্ঘটনায় মুখ-হাত-পা বিকৃত হয়ে যাওয়া রোগীদের জন্য সুখবর। ব্লাড ব্যাংকের মতো এবার রাজ্যে চালু হতে চলেছে স্কিন ব্যাংক৷ কলকাতার এসএসকেএম(পিজি) হাসপাতালে স্কিন ব্যাংক চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর৷

এর ফলে, আর রোগীর দেহের অন্য অংশ থেকে চামড়া নিয়ে প্রতিস্থাপন নয়, এবার স্কিন ব্যাংক থেকে সরাসরি চামড়া নিয়ে রোগীর দেহে প্রতিস্থাপন করা যাবে সরকারি হাসপাতালগুলোতেও৷

রাজ্যে সরকারিভাবে প্রথম স্কিন ব্যাংক চালু হতে চলেছে এসএসকেএম হাসপাতালেই৷ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের অধীনে থাকবে এ স্কিন ব্যাংক৷ এসএসকেএমে স্কিন ব্যাংক করার সিদ্ধান্তের অনুমোদনও হয়ে গিয়েছে৷ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগেরই একটি ঘরে স্কিন ব্যাংক তৈরির উদ্যোগ শুরুও হয়েছে৷

চিকিৎসকরা জানান,  অনেক সময়ই পুড়ে যাওয়া রোগীদের চামড়া প্রতিস্থাপন করতে হয়৷ বড়সড় দুঘর্টনায় দেহের কোথাও বড় আঘাত লাগলে সেখানেও চামড়া প্রতিস্থাপন করা হয়৷ এসব ক্ষেত্রে দেহের অন্য অংশ থেকে চামড়া নিয়ে অস্ত্রোপচার হয়৷ এতে রোগীদের আরও অসুবিধায় পড়তে হয়৷ এ সমস্যা দূর করতেই স্বাস্থ্য দফতর স্কিন ব্যাংক করার উদ্যোগ নিয়েছে ৷

মস্তিস্কের মৃত্যু হয়েছে এমন রোগী এবং দেহ দান করা মানুষের দেহ থেকে চামড়া নিয়ে সেগুলোকে বিশেষ উপায়ে সংরক্ষণ করা হবে স্কিন ব্যাংকে৷

খুব শিগগিরই এ স্কিন ব্যাংক চালু হবে বলে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।



বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, মে ২৪, ২০১২
আরডি/
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।