ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘নজরুল পরিবারের সবাইকে বাংলাদেশে বসবাসের আমন্ত্রণ’

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ২৫, ২০১২

কলকাতা : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরিবারের সব সদস্যকে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার কলকাতায় কবির জন্মদিনের অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন নজরুলের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী।



এদিন সকালে শিশির মঞ্চে বাংলাদেশ উপহাইকমিশন ও অগ্নিবীণা সংস্থার উদ্যোগে কবি নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী ও বিদ্রোহী কবিতার ৯০ বর্ষ পূর্তিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী কাজী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও বিধায়ক ড. অনুপ ঘোষাল, অগ্নিবীণার সাধারণ সম্পাদক রবীন ঘোষ, বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম প্রমুখ।

কল্যাণী কাজী বলেন, ‘আজ আমাদের পরিবারের আনন্দের দিন। আজ তিনি নেই। তবু
মনে হয় তিনি আছেন আমাদের সঙ্গে। বাংলাদেশ থেকে সকালে অনেক ফোন পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের পরিবারের সবাইকে ঢাকায় গিয়ে থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। আজও সেই প্রস্তাব শেখ হাসিনার কাছে পেলাম। আমরা আপ্লুত। ’

এদিনের অনুষ্ঠানে গানে গানে কবিকে শ্রদ্ধা জানান আবিদা ইসলাম, শম্পা কুণ্ডু, ড. অনুপ ঘোষাল, ইয়াকুব আলী খান। নজরুল কবিতার আবৃত্তি পরিবেশন করেন ব্রততী বন্দোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।