কলকাতা: প্রতিশ্রুতি রাখলেন মমতা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে যে লড়াই তিনি করেছিলেন বাম আমলে, তারই ধারবাহিকতায় তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এবার নন্দীগ্রামে জেলিংহামে ২০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হচ্ছে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা ৷
এ নিয়েই শুক্রবার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেল) ও রেলমন্ত্রকের অধীনস্থ বার্ন স্ট্যান্ডার্ডের সঙ্গে রাজ্য সরকারের মউ স্বাক্ষরিত হল ৷
এদিন মহাকরণে মউ স্বাক্ষর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ভারতের রেলমন্ত্রী মুকুল রায়ের পাশাপাশি হাজির ছিলেন সেলের চেয়ারম্যান চন্দ্রশেখর বর্মা, বার্ন স্ট্যান্ডার্ডের ম্যানেজিং ডিরেক্টর দয়ানিধি মারান্ডি, রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্র প্রমুখ ।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘ওই কারখানায় সরাসরি চাকরি হবে ৩০০ জনের। ’
তিনি আরো বলেন, ‘২০১৩ সালের মধ্যেই কারখানা তৈরির কাজ শেষ হবে ৷কারখানায় উৎপাদন শুরু হলে রাজ্যের শিল্প মানচিত্রে নন্দীগ্রামের অবস্থান আরও উজ্জ্বল হবে। ’
সেলের চেয়ারম্যান চন্দ্রশেখর বর্মা বলেন, ‘সেল এ রাজ্যে বিভিন্ন প্রকল্পে আগামী দিনে প্রায় ২১ হাজার কোটি রুপি বিনিয়োগ করতে চলেছে। এর মধ্যে রয়েছে দুর্গাপুর ইস্পাত প্রকল্প ও ইস্কোর সম্প্রসারণ, পুরুষোত্তমপুরের কারখানা ইত্যাদি ৷ এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে সরাসরি ৭৫ হাজার কর্মসংস্থান হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর