আগরতলা (ত্রিপুরা) : ৩১ মে ত্রিপুরায় ১২ ঘণ্টার বন্ধ ডাকলো ত্রিপুরা বামফ্রন্ট। পেট্রোলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে।
শনিবার রাতে আগরতলার মেলারমাঠে সিপিএমের রাজ্য দপ্তরে ত্রিপুরা বামফ্রন্টের এক সভা অনুষ্ঠিত হয়। সে সভা থেকেই ৩১ মের ধর্মঘটের সিদ্ধান্ত নেন বামফ্রন্ট নেতৃবৃন্দ।
এদিনের বৈঠকে রাজ্য বামফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত দু’দিন আগে কেন্দ্রীয় সরকার পেট্রোলের উপর সাড়ে ৭ টাকা মূল্য বৃদ্ধি ঘটায়।
এর প্রতিবাদে সারাদেশে সোচ্চার হয়েছে প্রতিটি বিরোধী রাজনৈতিক দল। কেন্দ্রীয় সরকারের শরিক দলগুলিও এর প্রতিবাদ করছে।
সারাদেশে আগেই ৩১ মে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল সিপিএম। এদিন সিপিএম সহ বামপন্থী দলগুলি ঐ দিন ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল ত্রিপুরায়।
গত কয়েকদিন ধরে পেট্রোলের দাম বাড়ানোর পর থেকেই রাজ্যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে সিপিএম। দলের অঙ্গ সংগঠনগুলিও বিভিন্ন কর্মসূচি নিচ্ছে দাম বাড়ার প্রতিবাদে।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মে ২৭, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটরো