নয়াদিল্লি : সব রোগীদের জন্য অক্টোবর মাস থেকে ভারতে সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ দেওয়ার উদ্যোগ নিয়েছে মনমোহন সরকার।
জাতীয় স্বাস্থ্যনীতিতে রিয়েল গেম চেঞ্জার নাম প্রকল্পটিতে ২০১২-১৩ আর্থিক বর্ষে যোজনা কমিশনের পক্ষ থেকে ১০০ কোটি রুপি বরাদ্দ হয়েছে।
ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই পরিমান অর্থ খরচের কথা বলা হয়েছে।
এখন পর্যন্ত ভারতের জনসংখ্যার মাত্র ২২ শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ পান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরীপ অনুযায়ী এই নতুন ব্যবস্থায় ২০১৭ সালের মধ্যে ৫২ শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ নিতে পারবেন।
ভারতের ১.৬ লাখ স্বাস্থ্য উপকেন্দ্র, ২৩ হাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ৫ হাজার কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এবং ৬৪০টি জেলা হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। এরজন্য প্রতিটি রাজ্যকে প্রয়োজনীয় ওষুধের তালিকা পাঠানো হয়েছে।
এই তালিকায় রয়েছে- এইডস প্রতিরোধী ৩৪৮টি ওষুধ, অ্যানালজেসিক, অ্যান্টি আলসার, অ্যান্টি সাইকোটিক, সিডেটিভ, অ্যানেস্থটিক, লিপিড লোয়ারিং, স্টেরয়েড বিবিধ।
এই প্রকল্পের ৭৫ শতাংশ কেন্দ্রীয় সরকার ও ২৫ শতাংশ রাজ্য সরকার খরচ বহন করবে।
বাংলাদেশ সময় : ১১৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/সম্পাদনা:সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর