ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা হচ্ছে সৌর শহর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাকে একটি সৌর শহর বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় আগরতলা শহরের সমস্ত রাস্তার বাতি জ্বলবে সৌরশক্তির সাহায্যে।



এ খবর জানিয়েছেন রাজ্যের বিজ্ঞান দফতরের মন্ত্রী জয়গোবিন্দ দেবরায়।

মন্ত্রী জানান, আগরতলাকে একটি সৌর শহর বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য আবেদন করা হয়েছে কেন্দ্রীয় বিকল্প শক্তি মন্ত্রণালয়ের কাছে। তারাও বিষয়টি অনুমোদন করেছে।

আগরতলা শহরের সমস্ত রাস্তার বাতি জ্বলবে সৌরশক্তির সাহায্যে। এতে একদিকে যেমন বিদ্যুতের সাশ্রয় হবে, তেমনি কমবে উৎপাদন খরচও। তাছাড়া সৌরশক্তি ব্যবহারে পরিবেশ দূষণও কম হয়। এ বিষয়গুলো মাথায় রেখে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষও এগিয়ে আসেন সৌরশক্তি ব্যবহারে।

মন্ত্রী আরো জানান, সারা রাজ্যে প্রায় ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সৌরশক্তির মাধ্যমে।

মন্ত্রী জানান, গত পাঁচ বছরে ত্রিপুরা রাজ্যের ৪৫টি প্রত্যন্ত গ্রাম এবং ৭৯৭টি পাড়া আলোকিত হয়েছে সৌরশক্তির সাহায্যে।

দূরবর্তী এবং প্রত্যন্ত হওয়ায় এসব এলাকায় বিদ্যুতের লাইন এখনো সম্প্রসারিত হয়নি। ফলে ওই সব এলাকার মানুষদের বিদ্যুতের ভরসা সৌরশক্তি।

তিনি জানান, রাজ্যের ৪৫টি প্রত্যন্ত গ্রাম এবং ৭৯৭টি পাড়ার অন্তত ৩২ হাজারের বেশি পরিবার এতে উপকৃত হয়েছে। তাদের দেওয়া হয়েছে সৌর লণ্ঠন।

প্রতিটি সৌর লণ্ঠনের দাম তিন হাজার টাকা। কিন্তু ওই সব প্রত্যন্ত গ্রামের মানুষদের লণ্ঠন দেওয়া হয়েছে এক হাজার টাকায়। প্রতিটি লণ্ঠনে দুই হাজার টাকা করে ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার।

জয়গোবিন্দ দেবরায় জানিয়েছেন, রাজ্যের একশ’ স্কুলেও বসানো হচ্ছে সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। তাতে ওই সব স্কুল এবং হোস্টেলের যাবতীয় বিদ্যুতের যোগান দেবে সৌরশক্তির প্ল্যান্ট।

‘‘এ একটি অভিনব বিষয় আমাদের রাজ্যের জন্য’’ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।