ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইলিশ রক্ষায় কড়া আইন হচ্ছে পশ্চিমবঙ্গে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
ইলিশ রক্ষায় কড়া আইন হচ্ছে পশ্চিমবঙ্গে

কলকাতা: ইলিশের উৎপাদন বাড়াতে এবার বাংলাদেশের ধাঁচে কড়া আইন চালুর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

কারণ বিভিন্ন নদীর মোহনায় যথেচ্ছভাবে জাটকা (ছোট ইলিশ) ধরার কারণেই ইলিশ উধাও হয়ে যাচ্ছে বলে দাবি মৎস্যমন্ত্রী আবু হেনার।



চলতি মৌসুমে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন বাজার থেকে উধাও হয়ে গেছে ইলিশ। অন্যদিকে রমজান উপলক্ষে বাংলাদেশ থেকেও ইলিশ রফতানি বন্ধ আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইনত নিষিদ্ধ হলেও ছোট ফাঁসের জাল বা মশারি জাল দিয়ে মাছ ধরার কাণেই ইলিশের বংশবৃদ্ধি হচ্ছে না।

মৎস্যমন্ত্রীর অভিযোগ, এফআইআর করেও বিশেষ কোনো লাভ হচ্ছে না। বাংলাদেশের আইন অনেক কড়া বলেই সেখানে বড় ইলিশ পাওয়া যায়। ইলিশের প্রজননের সময়ে বাংলাদেশে মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু পশ্চিমবঙ্গের দুর্বল আইনের কারণে এখানকার জেলেরা তা মানেন না বলেও তিনি জানান।

এর পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে মৎস্য দফতরের গাফিলতির কথাও স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। সেই কারণেই কড়া আইন চালু করতে চাইছেন তিনি।

বাংলাদেশ থেকে ইলিশ আমদানিকারক মুহম্মদ আনোয়ার বাংলানিউজকে বলেন, রাজ্যের ইলিশ উৎপাদন বাড়াতে গেলে, বাংলাদেশের মতো রাজ্যের বিভিন্ন নদীর মোহনায় যেখানে মা ইলিশ ডিম ছাড়ে, সেই সব অঞ্চলকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জেলেদের মধ্যে প্রচার করতে হবে। শুধু আইন করে জাটকা শিকার বন্ধ করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
আরডি/ সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।